You have reached your daily news limit

Please log in to continue


মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে ফের গোলাগুলি, শিশুসহ আহত ৩

রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে ফের গোলাগুলি হয়েছে। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। র‌্যাবের একটি দলও সেখানে গিয়েছে। শুনেছি এখনো গোলাগুলি চলছে। তবে কতজন আহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’

এর আগে ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে বিহারি ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর ফারুক (২০) নামে এক যুবক আহত হন। এ ছাড়া ৪ সেপ্টেম্বর এবং ৬ আগস্ট পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন