চীনের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির ধারা অব্যাহত
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত বছরের একই প্রান্তিকের তুলনায় চীনে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। এ সময় ডিভাইস বিক্রি হয়েছে প্রায় সাত কোটি ইউনিট। এ নিয়ে টানা চার প্রান্তিক স্মার্টফোন বিক্রি বাড়ল পূর্ব এশিয়ার দেশটিতে। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীদের মধ্যে স্মার্টফোন আপগ্রেড করার প্রবণতা বেড়েছে। তারা সময়ের সঙ্গে নতুন সিরিজের ফোন কিনতে আগ্রহী হচ্ছেন, যা এ সফলতার অন্যতম মূল কারণ।
চীনের আইডিসি ক্লায়েন্ট সিস্টেম রিসার্চের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক আর্থার গুয়ো বলেছেন, ‘বড় পরিমাণে ডিভাইস আপগ্রেড চীনের স্মার্টফোন বাজারের স্থায়ী পুনরুদ্ধারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও তিন বছর অপেক্ষার পর ক্রেতারা নতুন স্মার্টফোন কেনার জন্য খুব উৎসাহী।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- স্মার্টফোন সংবাদ