You have reached your daily news limit

Please log in to continue


কোয়ালকমের চিপ ডিজাইনের লাইসেন্স বাতিল করছে আর্ম

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের আর্কিটেকচার লাইসেন্স ব্যবহারের অনুমতি বাতিল করেছে ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আর্ম হোল্ডিংস। লাইসেন্সটির মাধ্যমে কোয়ালকম নিজেদের চিপ নকশার জন্য আর্মের মেধাস্বত্ব ও মানদণ্ড ব্যবহার করে আসছিল। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর এনগেজেট।

আর্ম জানিয়েছে, অন্য অনেক চিপ নির্মাতার মতো কোয়ালকমও আর্মের কম্পিউটার কোড ব্যবহার করে। এ কম্পিউটার কোডের মাধ্যমে চিপগুলো অপারেটিং সিস্টেমের মতো প্রোগ্রাম পরিচালনা করতে পারে। আর্ম অবশ্য লাইসেন্স বাতিলের জন্য কোয়ালকমকে ৬০ দিন মেয়াদি নোটিস দিয়েছে। এ সময়ের মধ্যে উভয় কোম্পানি যদি সমঝোতায় আসতে না পারে, তাহলে তারা বড় ধরনের আর্থিক সমস্যায় পড়তে পারে এবং কোয়ালকমের উৎপাদনেও প্রভাব পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন