You have reached your daily news limit

Please log in to continue


তাহসানের উপস্থাপনায় ডিসেম্বরে শুরু ‘ফ্যামিলি ফিউডে’র শুটিং

বিশ্বের ৭৫টি দেশের পর এবার বাংলাদেশেও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি শো ‘ফ্যামিলি ফিউড’। দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে বিশ্বখ্যাত এই টেলিভিশন গেম শোটি। এই গেম শোতে অংশ নেবে দুটি করে পরিবার। প্রতি পর্বে প্রতিযোগীরা জিতে নিতে পারবেন সর্বোচ্চ ১ লাখ টাকা। এরই মধ্যে অনুষ্ঠানের শুটিং পরিকল্পনা চূড়ান্ত করেছে বঙ্গ কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে শুটিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান।

সারা দেশের প্রায় ২ হাজার আবেদনকারী পরিবারের মাঝ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে ৪০টি পরিবারকে। প্রতিটি পর্বে মুখোমুখি হবে দুটি পরিবার। নির্দিষ্ট বিষয়ে ১০০ জনকে জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন উপস্থাপন করা হবে পরিবারের সদস্যদের সামনে। সর্বাধিক জনের দেওয়া উত্তরটি অনুমান করে বলতে হবে শোতে অংশ নেওয়া পরিবার দুটির সদস্যদের। সঠিক অনুমানগুলোর ভিত্তিতে প্রতিযোগীরা পয়েন্ট পাবেন। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পরিবারটিকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ডে। সেখানেই পেয়ে যাবেন গোপন ও আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া, এই শোতে জনপ্রিয় শোবিজ তারকা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে থাকবে বিশেষ পর্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন