প্রতিবেশীর জুতার গন্ধ শোঁকার অপরাধে জেল

জাগো নিউজ ২৪ গ্রিস প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ২০:২৬

পৃথিবীতে ৮০০ কোটির বেশি মানুষ রয়েছেন, যাদের একেকজনের শখ-ইচ্ছা একেক রকম। কারো জুতা চুরি করা নেশা, কারো আবার জুতার গন্ধ শোঁকার নেশা। তেমনই নেশা ছিল ২৮ বছর বয়সী এক গ্রিক নাগরিকের। সম্প্রতি তিনি প্রতিবেশীর বাড়িতে অনুপ্রবেশ এবং তাদের বাইরে রাখা জুতার গন্ধ শোঁকার অপরাধে জেলে গেছেন।


ঘটনাটি গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থিসালোনিকি থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমের একটি ছোট শহর সিন্দোসের। এই শহরেই বসবাস করতেন ওই ব্যক্তি। একদিন খুব ভোরে তার এক প্রতিবেশী দেখেন তিনি ওই প্রতিবেশীর বাড়ির উঠানে ঘোরাফেরা করছেন। এবং বাইরে বাতাসের শুঁকানোর জন্য রেখে দেওয়া তাদের জুতা শুঁকছেন একটু পর পর এসে।


এমন উদ্ভট আচরণ দেখে ওই প্রতিবেশী ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ ওই ব্যক্তিকে প্রতিবেশীর বাড়িতে অনুপ্রবেশের কারণে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। আদালত এই ব্যক্তিকে তিন বছরের প্রবেশনসহ এক মাসের কারাদণ্ডের স্থগিত সাজা জারি করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে