যুক্তরাজ্যের পাসপোর্ট পেল ভালুক

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ২০:২৩

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র বিভাগ একটি ভালুককে পাসপোর্ট দিয়েছে। ভালুকটির নাম প্যাডিংটন। সেটির গাভর্তি গাঢ় বাদামি রঙের লোম, মাথায় বেশির ভাগ সময় থাকে লাল রঙের একটি হ্যাট (টুপি)। সেটি ঘুরতে ঘুরতে চলে এসেছে পেরু থেকে লন্ডনে।


শিশুতোষ গল্পের জনপ্রিয় চরিত্র এই ‘প্যাডিংটন বিয়ার’। চরিত্রটি সৃষ্টি করেছেন ইংরেজ লেখক টমাস মাইকেল বন্ড। প্যাডিংটনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা প্যাডিংটন ইন পেরু। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। যাঁরা সিনেমাটি তৈরি করেছেন, তাঁদের অনুরোধে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে প্যাডিংটনের জন্য একটি পাসপোর্ট দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল, সিনেমা তৈরির সময় সেই পাসপাোর্ট ব্যবহার করা হবে।


ভালুকের পাসপোর্টের জন্য সহপ্রযোজক রুবি সিলভা ও তাঁর দল যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে যোগাযোগ করে। তারা প্যাডিংটনের জন্য একটি ‘রেপ্লিকা’ পাসপোর্ট করে দেওয়ার অনুরোধ করে। সিলভা বলেন, ‘আমরা লিখিতভাবে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে একটি রেপ্লিকা (পাসপোর্ট) পেতে পারি কি না, তা জানতে চেয়েছিলাম এবং তাঁরা প্যাডিংটনের নামে একটি আনুষ্ঠানিক পাসপোর্ট বানিয়ে দেয়। এমন একটিই আছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও