You have reached your daily news limit

Please log in to continue


আপেল সতেজ রাখার ৭ টিপস

ফাইবার ও বিভিন্ন উপকারী খনিজ সমৃদ্ধ আপেল রোজ খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাড়িতে শিশু থাকলেও আপেল বেশি করে কিনে রাখা হয়। তবে কিছুদিন পরই আপেলের নির্দিষ্ট অংশে পচন ধরে কিংবা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। ফ্রিজে রাখলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপেল দুই সপ্তাহ পর্যন্ত সতেজ রাখতে চাইলে কিছু জরুরি টিপস জেনে নিন। 

  • অন্য ফলের সঙ্গে আপেল রাখবেন না। প্রতিটি আপেল আলাদা করে খবরের কাগজে অথবা পেপার টাওয়ালে মুড়ে নিন। তারপর ফ্রিজে রেখে দিন। আপেল থেকে ইথিলিন গ্যাস বের হয়, যা আপেল দ্রুত পচিয়ে দেয়। এই পদ্ধতিতে রাখলে ইথিলিন গ্যাসের নির্গমনের মাত্রা কমে যায়।
  • শূন্য থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেল ভালো থাকে। ফ্রিজের এই তাপমাত্রায় রাখলে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপেল ভালো থাকবে।
  • খুব গরম না থাকলে এবং ফ্রিজে রাখতে অসুবিধা হলে কাগজে মুড়ে আপেল কোনও ঝুড়িতে রাখতে পারেন। তবে অন্ধকার জায়গায় রাখবেন। সূর্যালোকে আপেল দ্রুত নষ্ট হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন