যে কারণে শিশুকে পরিবেশবান্ধব খেলনা দেবেন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ১৪:৩৫
সবে স্কুলে ভর্তি হয়েছি। শীতের এক ছুটিতে নানুবাড়ি গিয়ে আবিষ্কার করলাম এক জাদুর বাক্স। আপাতসাদামাটা সেই বাক্সের ঢাকনা খুললেই মিলত হরেক রং আর ঢঙের কাপড়। সেই কাপড়ের মধ্যে তুলা ভরে চটজলদি পুতুল বানিয়ে ফেলতেন নানু! বার্বি কিংবা মিকি মাউসের মতো নিখুঁত না হলেও সেই সব পুতুলের সঙ্গে জড়িয়ে থাকত অঢেল মমতা ও নিজস্বতার ছোঁয়া।
আর থাকত শৈশবের কতশত গল্প। হারিয়ে যাওয়া সেই গল্পগুলোই যেন ফিরিয়ে এনেছে বব দ্য টাইনি টার্টেল। রংবেরঙের কাপড় ও তুলা দিয়ে ব্র্যান্ডটির তৈরি পরিবেশবান্ধব ছোট ছোট খেলনাগুলো আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।
- ট্যাগ:
- লাইফ
- বাচ্চাদের খেলনা
- খেলনা