You have reached your daily news limit

Please log in to continue


বাস্তব ঘটনায় নির্মিত এই হরর ছবি নিয়ে এখনও রহস্য!

বলিউড ছবিতে ভূতের গল্পে নাকি ভয় নেই। এছাড়াও রয়েছে ভয়ংকর গল্পের অভাব, যার কারণে খুব বেশি দর্শক টানতে পারে না ছবিগুলো। কিন্তু এই বলিউড থেকেই এমন এক হরর ছবি নির্মিত হয়েছিল, যা নিয়ে এখনও রয়েছে নানা রহস্য।

সত্তর-আশির দশকে হিন্দি ইন্ডাস্ট্রিজে একাধিক হরর ঘরানার ছবি উপহার দিয়েছেন রামসে ব্রাদার্স। এমনই এক ছবি হল 'ভিরানা'। ২০২৪-এ দাঁড়িয়ে এই ছবির কনটেন্ট 'ক্রিঞ্জ' মনে হলেও সে সময় এই ছবি বক্স অফিসে তুমুল আলোড়ন ফেলে।

তবে শুধু যে বক্সঅফিসেই এই ছবি আলোড়ন ফেলেছিল তা নয়। ছবিটিকে ঘিরে এত ঘটনা ঘটে যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল খোদ পরিচালককেই। এমনকি পরিচালক শ্যাম রামসে এও দাবি করেছিলেন, এ নেহাত ছবি নয়, বরং বাস্তব ঘটনা অবলম্বনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন