You have reached your daily news limit

Please log in to continue


দুর্নীতির বেড়াজাল ও সংস্কার

বর্তমান বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি হচ্ছে দুর্নীতি, অপব্যয় ও অনিয়ম। দুর্নীতি দূরীকরণ যে বাস্তবে বেশ কঠিন, তার কিছুটা আভাস মেলে মাননীয় উপদেষ্টাদের কারো কারো কথাবার্তায়। সবাই স্বীকার করছেন কাজটা যত সহজ ভাবা হয়, করাটা ততই কঠিন। প্রথমত, দুর্নীতি দূরীকরণে লিপ্ত প্রতিষ্ঠানগুলোর জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন এবং তা সময়সাপেক্ষ ব্যাপার।

হুট করে হয় না। দ্বিতীয়ত, দুর্নীতিবাজদের আয় ও সম্পদ, দেশে বা বিদেশে, জব্দ করার কাজটিতে আইনি মারপ্যাঁচে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তৃতীয়ত, সময়ের আবর্তনে সমাজের মন-মানসে দুর্নীতির বিরুদ্ধে মনোভাব আগের চেয়ে অনেক দুর্বল। মতিউর-বেনজীরের মতো লোকদের ‘বেয়াই’ হিসেবে পেতে চায় না এমন মানুষের সংখ্যা খুব নগণ্য, অথচ একসময় মূল্যবোধ ছিল উল্টো দিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন