You have reached your daily news limit

Please log in to continue


আমদানি খরচ ১০০, বাজারে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি

আমদানি স্বাভাবিক থাকার পরও যশোরের বেনাপোল স্থলবন্দরসহ স্থানীয় সব খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এসব বাজারে ২৫০ থেকে ২৮০ টাকায় মরিচ বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচামরিচের দাম। গত দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্দর বন্ধ এবং দেশে বন্যা পুঁজি করে কাঁচামাল গুদামজাত করে দাম বাড়িয়ে দিচ্ছেন আড়তদাররা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেনাপোল ও শার্শার একাধিক বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজার আগে এসব বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৮০-১০০ টাকা কেজি। পূজার ছুটির মধ্যে তা বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে। সেই ধারাবাহিকতায় এখনো ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন