You have reached your daily news limit

Please log in to continue


গণ–অভ্যুত্থান ঘিরে সহিংসতায় ৯৮৬ জনের মৃত্যু

গণ–অভ্যুত্থান ঘিরে সহিংসতায় সারা দেশে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬৮ জনের নাম-পরিচয় জানা গেলেও ১১৮ জন অজ্ঞাতপরিচয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে এক পর্যালোচনা প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এইচআরএসএস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে ‘যেসব বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে’, সেটির ওপর ভিত্তি করে সংগঠনটির অনুমান নিহতের সংখ্যা কমপক্ষে ১২০০ হবে।

নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিক, পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিশু ও নারী এবং রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ১২৭ শিশু, ৬ সাংবাদিক, ৫১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ১৩ মেয়েশিশু ও নারী রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন