ভয়াবহ হুমকির মুখে রোহিঙ্গারা, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান অ্যামনেস্টির

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১৯:৪১

মিয়ানমারের রোহিঙ্গারা ২০১৭ সালের পর থেকেই ভয়াবহ হুমকির মুখে আছেন। এরপর, ২০২১ সালে দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর তাদের দুর্দশা আরও বাড়তে শুরু করে। সর্বশেষ, রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মি ও জান্তাবাহিনীর মধ্যকার লড়াইয়ে রোহিঙ্গাদের দুর্দশা আরও বেড়েছে। সম্প্রতি এই দুই বাহিনীর মধ্যকার লড়াইয়ে হাজারো রোহিঙ্গা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।


তাদের অনেকেই বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, সদ্য আগত এসব রোহিঙ্গা শরণার্থীর খাদ্য, আশ্রয় এবং চিকিৎসা সহায়তা জরুরিভাবে প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘আবারও, রোহিঙ্গা জনগণকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে। বিষয়টি আবারও তাদের ২০১৭ সালের দেশত্যাগের ঘটনাকে দুঃখজনকভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা এমন লোকদের সঙ্গে দেখা করেছি যারা আমাদের বলেছে, তারা মিয়ানমারে পালিয়ে যাওয়ার কারণে বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী, সন্তান এবং নাতি-নাতনিদের হারিয়েছেন। যারা ভাগ্যবান, তারা বাংলাদেশে আসতে পেরেছেন। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত খাবার, ঘুমানোর উপযুক্ত জায়গা, এমনকি নিজেদের কাপড়ও নেই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও