স্টিভ জবসের সঙ্গে কাজ করে যে ৩টি বিষয় শিখেছেন টিম কুক

প্রথম আলো প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১৬:২৭

অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর ২০১১ সাল থেকে অ্যাপলকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।


তাঁর নেতৃত্বেই অ্যাপল তিন লাখ কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিত্যনতুন প্রযুক্তি ও উদ্ভাবনেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। তাঁর এ সাফল্যের পেছনে অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে পাওয়া শিক্ষার অবদান রয়েছে বলে অকপটে স্বীকার করেছেন টিম কুক।


সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় আগে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ জবসের মৃত্যু হলেও তাঁর কাছ থেকে শেখা ব্যতিক্রমী নেতৃত্বের কৌশল কাজে লাগিয়েই অ্যাপলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। স্টিভ জবসের কাছ থেকে শেখা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও উল্লেখ করেন তিনি। স্টিভ জবসের কাছ থেকে শেখা টিম কুকের সেই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জেনে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও