You have reached your daily news limit

Please log in to continue


দুর্নীতির দায়ে এমডির পুনঃনিয়োগ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমস্যাকবলিত আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শফিক বিন আব্দুল্লাহর পুনঃনিয়োগ আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে তার অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে তদন্তের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফলে এমডির পুনঃনিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সহসা কোনো সিদ্ধান্ত আসছে না। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক থেকে এমডির মেয়াদ শেষ হলে নিচের পদ থেকে কোনো যোগ্য কর্মকর্তাকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের চেয়ারম্যানকে। এক্ষেত্রে একই পদে সমমর্যাদার একাধিক কর্মকর্তা থাকলে যিনি জ্যেষ্ঠ তাকে ভারপ্রাপ্ত এমডি নিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি চিঠি পাঠানো হয়েছে আইসিবি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন