রিজওয়ানই তাহলে পাকিস্তানের অধিনায়ক?

যুগান্তর প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৩

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। সিরিজ সামনে রেখে এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে অজিরা। অথচ, স্কোয়াড ঘোষণা দূরে থাক অধিনায়ক নির্বাচনই করতে পারছে না পাকিস্তান।


বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর থেকেই ফাকা পড়ে আছে অধিনায়কের আসন। সেখানেই এবার দেখা যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। এমন ইঙ্গিত দিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ।


পাকিস্তানের সম্ভাব্য অধিনায়ক হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও মোহাম্মদ রিজওয়ানের সম্ভাবনায় যে বেশি সেটাও পরিষ্কার হয়েছে লতিফের কথায়। সামাজিক মাধ্যমে এ ব্যাপারে রশিদ লতিফ লিখেছেন, ‘ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিসিবি চেয়ারম্যান এবং মোহাম্মদ রিজওয়ানের মধ্যে একটি বৈঠকের পর। বৈঠকটি হওয়ার কথা ছিল কিন্তু পিসিবি প্রধান দেশে ছিলেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও