You have reached your daily news limit

Please log in to continue


সাংবাদিকতায় এআই, কোটি ডলার দিচ্ছে মাইক্রোসফট, ওপেনএআই

বার্তাকক্ষে বিভিন্ন নতুন এআই টুল চালু করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্পে অনুদান দিচ্ছে মাইক্রোসফট ও ওপেনএআই।

‘শিকাগো পাবলিক মিডিয়া’, ‘মিনেসোটা স্টার ট্রিবিউন’, ‘নিউজডে’ (নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকার প্রকাশনা), ‘দ্য ফিলাডেলফিয়া ইনকয়্যারার’ ও ‘সিয়াটল টাইমস’, এ কয়টি সংবাদমাধ্যমকে কোম্পানি দুটি এক কোটি ডলার পর্যন্ত অনুদান দেবে।

এই অর্থে নিজেদের কাজে এআই ব্যবহার করে এ সংশ্লিষ্ট প্রকল্পের বিকাশ ও পত্রিকাগুলোর ব্যবসায়িক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকাশনা দুই বছরের জন্য একজন করে ‘এআই ফেলো’ নিয়োগ দেবে। এ অনুদানের দ্বিতীয় দফায় এ আর্থিক তহবিল পেতে পারে আরও তিনটি প্রকাশনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন