৮১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

জাগো নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৮:৪৫

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ হলো আলোক স্বল্পতার কারণে। এমনিতেই বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা হয়নি। তারওপর, শেষ বিকেলে আলোক স্বল্পতা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ বলে ঘোষণা দিতে বাধ্য হন।


তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ২৮৩। টাইগারদের জন্য স্বস্তির, ইনফর্ম ব্যাটার মেহেদী হাসান মিরাজ ৮৭ রান নিয়ে রয়েছেন উইকেটে। বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৮১ রানের।


বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে সারাদিনে খেলা অনুষ্ঠিত হয়েছে কেবল ৫৭.৫ ওভার। অর্থাৎ ৩২.১ ওভারের খেলা হয়নি। পূর্ণাঙ্গ দিনের খেলা অনুষ্ঠিত হলে হয়তো বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো। হয়তো খেলা শেষও হতে পারতো।


প্রথম ইনিংসে ২০২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে হয়েছিলো বাংলাদেশকে। দ্বিতীয় দিনই আশা জাগিয়েছিলেন ব্যাটাররা যে, এবার হয়তো কিছু হবে। ৩ উইকেটে ১০১ রান নিয়ে ব্যাট করতে নামে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও