মানবাধিকার লঙ্ঘন: ৬ বাংলাদেশিকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মাল্টা সরকারকে নির্দেশ
বাংলাদেশের ছয় নাগরিকের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে ইউরোপের দেশ মাল্টা। এমন রায়ই দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)। আদালত বলেছেন, এই ছয় বাংলাদেশি অপ্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাদের প্রাপ্তবয়স্কদের সঙ্গে আটকে রেখে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে মাল্টা।
মাল্টার সংবাদমাধ্যম লভিন মাল্টার প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ইসিএইচআর জেবি এবং অন্যান্য বনাম মাল্টা’ শীর্ষক একটি মামলার অংশ হিসেবে এ রায় দিয়েছে। আবেদনকারীরা অভিযোগ করেন, ১৬-১৭ বছর বয়সী এই ছয়জন বাংলাদেশি ২০২২ সালে মাল্টায় পৌঁছান। সে সময় তাঁদের আরও ৪০ জন অভিবাসীর সঙ্গে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল।
এরপর প্রথমে তাঁদের হাল ফার প্রাথমিক অভ্যর্থনাকেন্দ্র রাখা হয় দুই মাসের জন্য। অপ্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাদের প্রাপ্তবয়স্কদের সঙ্গেই থাকতে বাধ্য করা হয়েছিল। পরে ওই ছয়জনকে সাফি ডিটেনশন সেন্টারে পাঠানো হয় চার মাসের জন্য। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়।