বঙ্গভবনের সামনে উৎসুক জনতা, কড়া নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

www.ajkerpatrika.com বঙ্গভবন প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছে কিছু বিক্ষোভকারী ও উৎসুক জনতা। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনের সামনের এই চিত্র দেখা যায়। 


সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের সামনের সড়কে যান চলাচল করছে। সড়কের পাশেই নিরাপত্তা ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, এপিবিএনের সদস্যরা কড়া নিরাপত্তায় রেখেছে বঙ্গভবনের সামনের গেট। গেটের সামনে রাখা হয়েছে নিরাপত্তা সাঁজোয়া যান। 


এ দিকে বঙ্গভবনের সামনের সড়কে উৎসুক জনতা ভিড় করছে। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করছে। বিগত সরকারের সময় নানা অনিয়মের ক্ষোভ জানান তারা। 
 
নাম না প্রকাশের শর্তে বিক্ষুব্ধ এক ব্যক্তি বলেন, ‘একটা দেশের জনগণ যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তাহলে স্বাধীন হলাম কীভাবে। হাসিনা সরকারের সময় নাগরিক সব সেবা নিতে গিয়ে হয়রানি আর টাকা দিতে হয়েছে। আর তাঁর সরকারের রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে ষড়যন্ত্র করছে।’ 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও