চুল পেকে যাচ্ছে, কী করবেন
আজকাল অনেকেরই অল্প বয়সে চুল পাকতে শুরু করে। চুল পাকার বড় কারণ বংশগত। এ ছাড়া স্ট্রেস, নানা রকম কেমিক্যালযুক্ত প্রসাধনীও চুল পাকার একটা কারণ।
আমাদের চুলে কালো রং আসে মেলানিন নামের একটি রঞ্জক কণিকা থেকে। শরীর যখন এই পদার্থ উৎপাদন বন্ধ করে দেয়, তখন চুল রংহীন হয়ে যায়, অর্থাৎ পেকে যায়। পাকা চুল আসলে একটু হলদেটে। কারণ, চুল তৈরি হয় কেরাটিন নামের একটি প্রোটিন দিয়ে, তা হলদেটে। মেলানিন না থাকার কারণে পাকা চুল এ রকম হলদে দেখায়।
কারও মা–বাবার যদি অল্প বয়সে চুল পাকার ইতিহাস থাকে, তবে তারও কম বয়সে পাকতে পারে। অন্যদিকে শরীরে ভিটামিন বি–এর অভাব হলেও কম বয়সে চুল পাকতে পারে।
কী করণীয়
● পাকা চুল উপড়ে ফেলা যাবে না। যদি বারবার পাকা চুল তুলে ফেলেন, তবে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হবে এবং চুল পাতলা হয়ে যাবে।
● চুল ডাই করা যেতে পারে। অবশ্যই ভালো মানের ডাই ব্যবহার করুন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো কন্ডিশনার ব্যবহার করতে হবে।