সিনওয়ারের মরদেহ কী করবে ইসরায়েল

প্রথম আলো ইসরায়েল প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৩:১২

ইসরায়েলি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে তাঁর মরদেহ কোথায় আছে এবং তা কী করা হবে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।


গাজার দক্ষিণাঞ্চলে একটি লড়াই চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সিনওয়ার। তাঁর মরদেহের ময়নাতদন্তের তদারকি করেছেন ইসরায়েলের ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক ডা. চেন কুগেল। গত শুক্রবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ময়নাতদন্ত শেষে সিনওয়ারের মরদেহ ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তা কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।


ইসরায়েল সাধারণত ফিলিস্তিনিদের মরদেহ সংরক্ষণ করে রাখে, যাতে পরবর্তী সময়ে হামাস বা অন্যান্য সশস্ত্র সংগঠনের সঙ্গে সেগুলো নিয়ে বন্দিবিনিময় করা যায়। একই কাজ (ইসরায়েলি সেনাদের মরদেহ সংরক্ষণ) করে হামাসও। দেখা যাক, ইসরায়েল সিনওয়ারের মরদেহ নিয়ে এখন কী করে—সেটি রেখে দেয়, হামাসের কাছে ফিরিয়ে দেয়, নাকি কবর দেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও