বার্নাব্যুতে ফিরছে সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
ওয়েম্বলির ফাইনালের পুনর্মঞ্চায়ন হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে! মাস পাঁচেক আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। লন্ডনের শ্রেষ্ঠত্বের ওই দ্বৈরথে জার্মান জায়ান্টদের হারিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল লস ব্লাংকোসরা। গত মৌসুমের ফাইনাল খেলা এই দুই দল এবার মুখোমুখি হচ্ছে লিগ পর্বে। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে মাদ্রিদের অভিজাতরা।
রিয়াল চ্যাম্পিয়নস লিগের অবিসংবাদিত রাজা। শিরোপা জিতেছে রেকর্ড ১৫ বার। এবারের আসরে দুই ম্যাচ খেলে একটি জিতে হেরেছে অন্যটি। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ৩৬ দলের নতুন ফরম্যাটের লিগে ১৭তম স্থানে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
রিয়ালের ঐতিহ্যের সঙ্গে একটু বেমানানই। ইউরোপের অভিজাত এই ক্লাব প্রতিযোগিতায় তাদের ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নিজ মাঠে জয়োত্সব করেছিল ফরাসি ক্লাব লিল। ওই শোক পেছনে ফেলে লা লিগায় টানা দুই জয়ের সুখস্মৃতি নিয়ে তারা মুখোমুখি হচ্ছে ডর্টমুন্ডের। গতবারের চিত্রনাট্য মেনেই যেন পথ চলছে ডর্টমুন্ড।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ
- ফাইনাল ম্যাচ