বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এপিসি ও জলকামান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার বিকেল নাগাদ বঙ্গভবন ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি ও জলকামান।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির ব্যানারে একদল লোক রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বঙ্গভবনের সামনের মোড়ে বিক্ষোভ করছেন। পাশেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে বিক্ষোভ করে আরেকটি পক্ষ।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যাত্রা শুরু করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নেয়।
জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গভবন এলাকায় বিভিন্ন ধরনের লোকজন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছে। তাই ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিরাপত্তা জোরদার