হারের চিন্তা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

www.ajkerpatrika.com শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৭:৪৭

মিরপুর শেরেবাংলায় প্রথম টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই দক্ষিণ আফ্রিকার হাতে চলে গেছে। হাতে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করলেও এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে অসাধারণ কিছু করতে হবে। তিন দিন হাতে থাকার পরও বাংলাদেশ এবার  কী করে, সেটাই এখন দেখার বিষয়।


২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতেই কাঁপাকাঁপি শুরু বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যেখানে কিছুক্ষণ আগেও সাবলীল ব্যাটিং করছিল, সেখানে বাংলাদেশ ব্যাটিং করতেই যেন ‘মাইন ফিল্ডে’ পরিণত হয়। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রান করে আজ দিনের খেলা শেষ করল স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম দুজনেই ৩০-এর বেশি রান করে অপরাজিত। চতুর্থ উইকেটে এরই মধ্যে তাঁরা ৪২ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ৫০ বল।


দ্বিতীয় ইনিংসে ৪ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে ফেরান কাগিসো রাবাদা। শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ ধরেন টনি দে জর্জি। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সাদমান মিরপুরে চলমান টেস্টের কোনো ইনিংসেই এক অঙ্কের কোটা পেরোতে পারেননি। দুই ইনিংস মিলে করেন ১ রান (০ ও ১)। দ্বিতীয় ইনিংসে টিকেছেন ৭ বল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও