You have reached your daily news limit

Please log in to continue


ফোনের লক দেখে কি আপনার ব্যক্তিত্ব বোঝা যাবে?

আমাদের প্রত্যেকের মুঠোফোন যেন ব্যক্তিগত তথ্যের আধার। অতিগোপনীয় তথ্যের ভান্ডার বললেও বাড়াবাড়ি হবে না। আর এসব তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ডের বিকল্প নেই। অধিকাংশ স্মার্টফোনে সাধারণত তিন ধরনের লক সিস্টেম থাকে—প্যাটার্ন, পিন ও ফিঙ্গারপ্রিন্ট। এখন অবশ্য ফেসলকও থাকে অনেক স্মার্টফোনে। যাহোক, ফোনে কে কোন ধরনের লক ব্যবহার করেন, তা দেখে ব্যক্তিত্ব বোঝা যায় বলে একটা তথ্য চোখে পড়ল একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে। ঘেঁটেঘুঁটে বোঝা গেল, এই তথ্যের পেছনে তেমন শক্ত গবেষণা নেই। তবে ফোনের লকের সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল অনেকেই খুঁজে পান বলে দাবি করেছেন। অতএব এই লেখাকে সিরিয়াসলি না নিয়ে স্রেফ মজা হিসেবে নিন। আর মিলিয়ে দেখুন ফোনের লকের সঙ্গে আপনার ব্যক্তিত্বের ধরনে আদতেই কোনো মিল আছে কি না। এ আলোচনায় অবশ্য সংগত কারণে ফেসলকের প্রসঙ্গ আসেনি।

স্মার্টফোনে যাঁরা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করেন, তাঁরা স্বতন্ত্র্য বৈশিষ্ট্যের অধিকারী এবং দৃঢ় আত্মবিশ্বাসী। নতুন অভিজ্ঞতার জন্য তাঁরা মুখিয়ে থাকেন। নতুন পরিবেশ, অবস্থান এবং যেকোনো নতুন কিছুতে সহজে মানিয়ে নিতে পারেন। জীবনে চলার পথে কোনো সুযোগ কিংবা চ্যালেঞ্জ এলে তা লুফে নেন। পরিবর্তিত পরিস্থিতি তাঁরা মোকাবিলা করেন খোলা মনে, আত্মবিশ্বাসের সঙ্গে। অন্যকে প্রভাবিত কিংবা অনুপ্রাণিত করতেও পটু তাঁরা। সহানুভূতিশীল ও সংবেদনশীল হিসেবেও তাঁদের সুনাম আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন