You have reached your daily news limit

Please log in to continue


ক্রোম ব্রাউজারে নতুন সুবিধা, শনাক্ত হবে এআই কণ্ঠ

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে এখন বিভিন্ন লেখা লিখে নেওয়ার পাশাপাশি ছবি, ভিডিও, কথা বা কণ্ঠস্বর ও গান তৈরি করা যায়। দৈনন্দিন জীবনকে সহজ করতে এসব সুবিধা কার্যকর হলেও বেশ উদ্বেগও থাকে। কারণ, অনেকেই এআইয়ে তৈরি ছবি, ভিডিও বা কণ্ঠ দিয়ে প্রতারণা করে থাকে।

আবার এসব আধেয় বা কনটেন্ট ব্যবহার করে মিথ্যা তথ্য বা গুজবও ছড়ানো হয়। তাই এআই দিয়ে তৈরি আধেয় শনাক্তে বিভিন্ন প্রতিষ্ঠান লেবেল প্রদর্শনসহ নানা প্রযুক্তি আনছে। যাতে করে ব্যবহারকারীরা খুব সহজে এআই দিয়ে তৈরি আধেয় শনাক্ত করে পার্থক্য বুঝতে পারেন।

এবার ক্রোম ব্রাউজারের জন্য এমনই এক সুবিধা (এক্সটেনশন) এনেছে কল নিরীক্ষা ও প্রতারণা শনাক্তকারী প্রতিষ্ঠান হিয়া। এক্সটেনশনটি বিনা মূল্যেই ব্যবহার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকলেও দিনে সর্বোচ্চ ২০টি কনটেন্ট এটা দিয়ে পরীক্ষা করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন