You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংক থেকে বের হতেই কৌশলে ঋণের টাকা ছিনতাই, হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্রঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। টাকা হারানোর শোকে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আশরাফ হোসেন (৬৪)। তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি সৈয়দপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত দেড় মাসে শুধু ব্যস্ততম শহীদ তুলসীরাম সড়কেই অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই সময়ে গোটা সৈয়দপুরে অন্তত ১৮টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ দুপুরে ছিনতাইয়ের শিকার হয়ে মারা যাওয়া আশরাফ হোসেনের ছেলে নাজমুল হোসেন বলেন, তাঁর বৃদ্ধ মা–বাবা ব্যাংকে ক্ষুদ্রঋণ নিয়েছেন। আজ দুপুরে তুলসীরাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে দুজন ব্যাংক থেকে বের হন। ব্যাংকের ফটকের কাছেই ছিনতাইকারী চক্রটি ‘বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে’ বলে তাঁদের দুজনকে ভ্যানে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে ভ্যানের ভাড়া দেওয়ার জন্য তাঁর মাকে টাকা বের করতে বলেন। তিনি টাকা বের করার সময় কৌশলে ঋণের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান। এ ঘটনায় তাঁর বৃদ্ধ বাবা সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন