নগরের নির্মাণ ও দর্শন কার ভাবনায় বিকশিত হবে

প্রথম আলো আমিমুল এহসান প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ১১:২১

খাল পুনরুদ্ধার করে ব্লু নেটওয়ার্কের কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি তাঁর একটি বক্তব্যে। বলেছেন জলাশয় ও সবুজ অঞ্চল সংরক্ষণের কথা। সেই সঙ্গে তিনি দুঃখ করে বলেছেন, যেভাবে ঢাকা মহানগর বেড়েছে...তার সঙ্গে নগরের দর্শন, প্রাতিষ্ঠানিক আয়োজন, আইনকানুন—কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ নয়...।


উপদেষ্টার এই হতাশা ও শ্লেষের দায় পেশাজীবীদের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের ওপর আসে। শহর নিয়ে ভেবেছিলেন স্থাপত্য আচার্য মাজহারুল ইসলাম বা কবি সৈয়দ শামসুল হক, কবি শামসুর রাহমান আর অনেক তরুণ গবেষক-পেশাজীবী। কিন্তু তাঁদের কথা শোনার মতো রাজনৈতিক প্রজ্ঞা আমাদের প্রশাসনের ছিল না।


তবে শহর নিয়ে প্রকৌশল ভাবনার বিচারে এই কথা অনস্বীকার্য যে এই পুরো প্রক্রিয়াটি এই দেশে এখনো একটি বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে। হয়তো কোনো প্রভাবশালী সরকারি ব্যক্তির ভাবনায় ছিল সিঙ্গাপুর বা হংকং! ভেবেছেন সব দারিদ্র্য পাশ কাটিয়ে উড়ালসড়কে অনেক গাড়ি দূরদূরান্তে চলে যাবে। এমন সব ভাবনা আমাদের শহরকে আজ দিশাহীনতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও