ভিডিও তৈরির এআই টুল নিয়ে হলিউডের ব্লুমহাউসের সঙ্গে কাজ করছে মেটা

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২৩:০১

সম্প্রতি লিখিত নির্দেশনা বা প্রম্পট থেকে ভিডিও তৈরির প্রোগ্রাম (টুল) মুভি জেন উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এবার সেই টুলের কার্যকারিতা পরীক্ষার জন্য ‘দ্য পার্জ’ ও ‘গেট আউটের’ মতো জনপ্রিয় হরর সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান হলিউডের ব্লুমহাউস প্রোডাকশনের সঙ্গে কাজ করছে মেটা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মেটা।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, মুভি জেন নামের ভিডিও তৈরির এআই টুলটি পরীক্ষা করার জন্য চলচ্চিত্র নির্মাতা অনীশ চাগান্তি, স্পারলাক সিস্টারস ও কেসি অ্যাফ্লেককে নির্বাচন করেছে। এই চলচ্চিত্র নির্মাতারা তাঁদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মুভি জেন দিয়ে তৈরি ভিডিও ফুটেজ ব্যবহার করবেন। মুভি জেন দিয়ে চাগান্তি নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মেটার মুভি জেন ওয়েবসাইটে দেখানো হবে। আর অ্যাফ্লেক ও স্পারলাক সিস্টারস নির্মিত চলচ্চিত্র কোথায় প্রকাশ করা হবে, সেটিও খুব শিগগির জানানো হবে। ব্লুমহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসন ব্লুম বলেন, শিল্পীরাই চলচ্চিত্রশিল্পের প্রাণশক্তি। উদ্ভাবনী প্রযুক্তি তাঁদের গল্প বলার ক্ষেত্রে সহায়ক হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও