জানুয়ারি মাসে পিসিতে আসছে প্লেস্টেশনের স্পাইডার-ম্যান ২
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২৩:০০
শিগগিরই পিসি সংস্করণে খেলা যাবে প্লে স্টেশনের ব্লকবাস্টার গেইম ‘স্পাইডার-ম্যান ২’।
১৮ অক্টোবর এক ব্লগ পোস্টে সনি ঘোষণা দিয়েছে, প্লেস্টেশন ৫-এর অন্যতম এক্সক্লুসিভ গেইমটি পিসি’তে খেলা যাবে ৩০ জানুয়ারি থেকে, যা অনলাইন গেইমিং সেবা ‘স্টিম’ ও এপিক গেইম স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে।
পিসি সংস্করণে মূল গেইমের পাশাপাশি এর সকল ডাউনলোডএবল কনটেন্ট বা ‘ডিএলসি’ও থাকবে। উদাহরণ হিসেবে, এর ‘নিউ গেইম প্লাস’ মোড ও অতিরিক্ত কয়েকটি স্পাইডার স্যুট।
এ ছাড়া, গেইমটিতে পিসি’র জন্য বিশেষভাবে তৈরি ফিচার, ‘যেমন- কিবোর্ড ও মাউস নিয়ন্ত্রণ, আল্ট্রা ওয়াইডস্ক্রিন সমর্থন ও বেশ কিছু গ্রাফিকাল অপশন’ থাকবে বলে জানিয়েছেন গেইমটির নির্মাতা ইনসমনিয়াক-এর প্রযুক্তি প্রধান মাইক ফিটজজেরাল্ড।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেইম
- নতুন সংস্করণ