ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোয়েন্দা নথি ফাঁস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২২:৪৬
ইরানে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীর কথিত প্রস্তুতির তথ্য আছে এমন অত্যন্ত গোপনীয় দু’টি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে।
নথিগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ন্যাশনাল জিওস্পেশাল-ইন্টেলিজেন্স এজেন্সির (এনজিএ) আর এগুলোতে ইসরায়েলের সামরিক অনুশীলন ও অভিযানের প্রস্তুতির অনেক কিছু উঠে এসেছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
এনজিএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইটগুলো থেকে পাওয়া ছবি ও তথ্য বিশ্লেষণ করে থাকে।
এই নথি দু’টিতে অক্টোবর ১৫ ও ১৬-র তারিখ দেওয়া আছে। ‘মিডল ইস্ট স্পেকটেইটর’ নামের একটি টেলিগ্রাম একাউন্ট শুক্রবার পোস্ট করার পর থেকে এগুলো অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করে।