মনি কিশোরের মৃত্যু, সুরতহাল প্রতিবেদনে যা জানা গেছে
নব্বই দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এখন সবাই তার মৃত্যুর আসল কারণ জানার জন্য মুখিয়ে আছেন। তার সুরতহাল প্রতিবেদন এসেছে জাগো নিউজের কাছে। প্রতিবেদনে জানা গেছে, মৃত্যুর সময় মনি কিশোরের পরনে ছিল কালো আন্ডার প্যান্ট ও কালো মোবাইল প্যান্ট।
মাথায় ছিল কালো নকল চুল। চোখ ছিল বন্ধ। দৈহিক অবস্থায় বলা হয়েছে, শরীরে আংশিক পচন ধরেছে, নাক, কান, মুখ দিয়ে তরল পদার্থ বের হয়েছে।
সুরতহাল প্রতিবেদনের জখমের বর্ণনায় বলা হয়েছে, মাথার স্বাভাবিক চুল কালো। কপাল ফোলা, গলা, পিঠ ফোলা। ডান দিকে ছড়ানো বাম হাত ফোলা। বাম দিকে ছড়ানো ডান হাত, আঙুল ফোলা। বুক ও পিঠ ফোলা। পিঠ ফোলা কোমর পর্যন্ত। দুই পা হাঁটুতে আধাভাঁজ করা, পায়ের পাতা ও আঙুল ফোলা। মৃত দেহ ওলটপালট করে দেখা গেছে (খালিচোখে)- শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।