শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ
প্রথমার্ধে রক্ষণের ভুলে গোল হজম করেছিল। তবে দ্বিতীয়ার্ধে নান্দনিক ফুটবল খেলে সেই ভুলের ক্ষতে প্রলেপ দেন বাংলাদেশের মেয়েরা। তাতে আজ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটা পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করল পিটার বাটলারের দল। পুরো ম্যাচে নজরকাড়া পারফর্ম করে ম্যাচসেরা হন বাংলাদেশের মনিকা চাকমা।
পাকিস্তানের কাছে হারতে বসা ম্যাচ ড্র করে খুশি মনিকা। জানিয়েছেন, প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের গেম প্ল্যান নিয়ে, ‘আমরা খুবই আনন্দিত। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করতে পেরেছি। আসলে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর কোচ আমাদের বলেছিলেন দ্বিতীয়ার্ধে তাদের চাপে রাখতে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী খেলে যাই।’
নেপালের দশরথ স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে গোলের ভালো সম্ভাবনা তৈরি করেও উল্টো গোল হজম করতে হয় বাংলাদেশকে। ম্যাচের ৩১তম মিনিটে মাঝমাঠ দিয়ে আক্রমণে ওঠে পাকিস্তান। বাংলাদেশিদের বাধা পেয়ে লং শটে বল ডি বক্সের দিকে পাঠান একজন পাকিস্তানি। সেই বল ধরে নিখুঁত শটে বাংলাদেশের জালে জড়ান সামিন মালিক।
- ট্যাগ:
- খেলা
- নারী সাফ চ্যাম্পিয়নশিপ