You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য উপদেষ্টার কাছে এবি পার্টির ১৩ সুপারিশ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্য সেবা বিষয়ে দলের সুপারিশমালা তুলে ধরেছেন এবি পার্টির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে তারা ১৩ টি সুপারিশসহ স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এ সময় দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, দলের স্বাস্থ্যসেবা নীতি প্রণয়ন কমিটির সদস্য ডা. সোনিয়া জেমিন প্রীতি তাঁর সঙ্গে ছিলেন। 

স্বাস্থ্য উপদেষ্টা এবি পার্টির উত্থাপিত সুপারিশগুলো গ্রহণ করেন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্কার বিষয়ে নেতৃবৃন্দের মতামত জানতে চান। নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও বিভিন্ন পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া ও জনসংযোগ বিভাগকে আরো সক্রিয় করার অনুরোধ করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন