‘কারসাজির অনিবার্য পরিণতি’: পুঁজিবাজারে ‘ধস’ নিয়ে অর্থ মন্ত্রণালয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২১:৫৩

পুঁজিবাজারে টানা দরপতন নিয়ে বিনিয়োগকারীদের হতাশা ও ক্ষোভের মধ্যে একে ‘অতীতের কারসাজির অনিবার্য ফল’ বলে ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।


সুশাসন নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে ব্যাখ্যায় দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে বলেও আশার কথা বলা হয়েছে।


রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট এবং একদিনেই বাজার মূলধন ৬ হাজার ৫৫১ কোটি টাকা কমার মধ্যে সন্ধ্যার পর মন্ত্রণালয়ের এই বক্তব্য এল।


গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর টানা চার কর্মদিবসে প্রায় আটশ পয়েন্ট সূচক বৃদ্ধির পর থেকে যে টানা দরপতন ঘটছে, তাতে সূচক কমেছে ৮৫৫ পয়েন্ট।


তবে চার দিনের উত্থানের পর বিনিয়োগ বাড়িয়ে বিনিয়োগকারীরা এখন চরম হতাশায় পড়েছেন।


এই দরপতনে হাতে গোনা কয়েকটি কোম্পানি বাদে প্রায় সব কোম্পানির বিনিয়োগকারীদের ব্যাপক আর্থিক লোকসান হয়েছে। আড়াই মাসেরও কম সময়ে বাজার মূলধন কমেছে ৫০ হাজার ৭৩৭ কোটি টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও