You have reached your daily news limit

Please log in to continue


বিচ্ছেদের সময় হৃতিকের থেকে কত টাকা নিয়েছেন সুজান

বলিউডের বিগ বাজেট ডিভোর্স নিয়ে চর্চা চলে প্রতিনিয়ত। যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে কৌতূহলে শেষ নেয়। এমনই এক ‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল সুজান খান ও হৃতিক রোশনের। 

২০০০ সালের ২০ ডিসেম্বর ছোটবেলার প্রেমিকা সুজানকে বিয়ে করেন হৃতিক। তবে ২০১৪ সালের ১ নভেম্বর তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহলে। জানা যায়, অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই সুজানের থেকে ক্রমশ দূরে সরছিলেন হৃতিক। 

জানা যায়, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে এতো টাকা দিতে চাননি বলিউডের গ্রিক গড। অনুরোধের শেষমেশ ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। গুণে গুণে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল হৃতিককে।

তবে এই কারণে তাদের বন্ধুত্বে কিন্তু কোনও ছেদ পড়েনি। প্রেম না থাকলেও, বিয়ে ভাঙলেও আজও তারা বন্ধু। এমনকি তাদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দু’জনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন