![](https://media.priyo.com/img/500x/https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729392189-e69a9aae8326466f5791c26f2df0ff60.jpg)
১৫ চিনিকলে উৎপাদন হয় চাহিদার ১ শতাংশ, ঋণ ৯ হাজার কোটি!
রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে ৯ হাজার কোটি টাকার বেশি ঋণের বোঝা। তবে চাহিদার ১ শতাংশেরও কম উৎপাদনে সক্ষম এই চিনিকল গুলো। শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এই চিনিকলগুলো পরিচালনা করছে। তাদের তথ্য অনুযায়ী, দেশে চিনির চাহিদা ২২ থেকে ২৪ লাখ টন।
রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন মাত্র ২১ হাজার ৩০০ টন।
তাদের তথ্য অনুযায়ী, দেশে চিনির চাহিদা ২২ থেকে ২৪ লাখ টন। রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন মাত্র ২১ হাজার ৩০০ টন। এমন পরিস্থিতিতে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব চিনিকল স্বাভাবিক উৎপাদনে ফিরিয়ে আনতে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এই খাতে নতুন করে বরাদ্দ দিয়ে কলগুলোর আধুনিকায়ন এবং আখের উৎপাদনের ওপর জোর দিয়েছেন তাঁরা।
এসব চিনিকল নিয়ে প্রতিবছর নানা পরিকল্পনা নেওয়া হয়। কাগজে-কলমে ছক কষা এই পরিকল্পনা আলোর মুখ দেখে না। প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ কর্মকর্তারা বলছেন, এই চিনিকল দেশের একটি শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।