ক্লাস শুরুর আগেই ভর্তি পরীক্ষার বিরল জটে ৭৫ হাজার শিক্ষার্থী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ০৯:২৯

বিশ্ববিদ্যালয় জীবনে সেশনজট শব্দটির সঙ্গে বেশ পরিচিত শিক্ষার্থীরা। কখনও কখনও স্নাতক বা স্নাতকোত্তরে ক্লাস শুরুর আগে জটে পড়ার বিড়ম্বনাও দেখা যায়। কিন্তু ভর্তি পরীক্ষায়ও জট হওয়াটা ‘বিরল’। সেই বিরল ভর্তি পরীক্ষার জটে পড়েছেন কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রায় পৌনে এক লাখ শিক্ষার্থী। উচ্চশিক্ষা নিতে ভর্তি পরীক্ষার এমন জটে আটকা পড়ে এখন দিশা খুঁজে পাচ্ছেন না ভর্তিচ্ছুরা।


জানা যায়, কয়েক দফায় পিছিয়ে আগামী ২৫ অক্টোবর ৮টি কেন্দ্রে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২২ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। সেখানে আবেদন করেন প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী। অর্থাৎ, আবেদন করেও প্রায় পৌনে এক লাখ শিক্ষার্থী চারমাস ধরে অপেক্ষায়।


শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩ সালে এইচএসসি পাস করেও তারা এখনো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেননি। এরই মধ্যে ২০২৪ সালের এইচএসসির ফল প্রকাশ করা হয়েছে। ফলে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি পরীক্ষার অপেক্ষায় এইচএসসি পাস করা দুই ব্যাচের শিক্ষার্থীরা। অথচ তাদের সঙ্গে এইচএসসি পাস করে অন্য শিক্ষার্থীরা সাধারণ, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং সাধারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে ভর্তি হয়ে পুরোদমে ক্লাস করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও