বাচ্চা কথা শিখছে না—কী করবেন?

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ২২:১১

বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো তাদের কথা বলা শুরু করা। কোনো শিশু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলা শুরু না করে, সেটা দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। শিশুর কথা বলতে না শেখার যেমন কিছু পারিপার্শিক কারণ থাকতে পারে, তেমনি নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যার কারণেও এটি হতে পারে। এ বিষয়ে মা-বাবার সচেতন হওয়া জরুরি এবং দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


বাচ্চা সাধারণত ১৮ থেকে ২০ মাস বয়সের মধ্যে কিছু শব্দ ব্যবহার করা শুরু করে। যদি এর মধ্যে বাচ্চার কথা বলার কোনো লক্ষণ দেখা না যায়, তবে মা-বাবার তা লক্ষ করা উচিত। এ ছাড়া দুই বছর বয়সের মধ্যে বাচ্চার শব্দভাণ্ডারে যথেষ্ট পরিমাণ শব্দ থাকা উচিত। যদি অন্য বাচ্চাদের তুলনায় আপনার সন্তানের কথা বলার হার ধীর হয়, তবে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।


কিভাবে বুঝবেন


৬ মাসে বাচ্চা বিভিন্ন শব্দ করতে শুরু করে। ৯ মাসে তারা অসংলগ্ন ভাষায় শব্দ করে, যা শুনতে কথা বলার মতো মনে হয়। ১ বছর বয়সে তারা ছোট ছোট নির্দেশনা বুঝতে পারে, যেমন ‘এসো’ বা ‘হাত দেখাও’। দেড় বছর বয়সে ১৮-২০টি শব্দ তাদের আয়ত্তে আসে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও