সুন্দরবনে হরিণের মাংসসহ এক ব্যক্তি গ্রেপ্তার
গহিন সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের পাঁচ কেজি মাংসসহ আবুল কালাম মোড়ল (৪০) নামের এক শিকারিকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। আজ শনিবার সকালে সুন্দরবনের শাকবাড়িয়া নদীর চর থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন বন বিভাগের বজবজা টহল ফাঁড়ির রক্ষীরা।
আজ বিকেলে গ্রেপ্তার ব্যক্তিকে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি সুন্দরবন–সংলগ্ন কয়রা উপজেলার জোড়শিং গ্রামে।
সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন বনরক্ষীকে নিয়ে তিনি অভিযানে নামেন। ইঞ্জিনচালিত নৌকায় করে শাকবাড়িয়া নদী ধরে কিছু দূর এগোতেই দেখতে পান, এক লোক একটি সাদা রঙের ব্যাগ হাতে নদীর চর দিয়ে হেঁটে যাচ্ছেন। বনরক্ষীরা তাঁকে ধরে হাতে থাকা ব্যাগটি তল্লাশি করতেই ব্যাগের ভেতর হরিণের মাংস দেখতে পান। সেখান থেকেই মাংসসহ আবুল কালাম মোড়লকে গ্রেপ্তার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- হরিণের মাংস জব্দ