You have reached your daily news limit

Please log in to continue


বিএনপিকে ভোট দেওয়ায় নারীকে ধর্ষণের ঘটনায় এনজিও চুপ ছিল

আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা নির্যাতিত হলেও নারী অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো বেছে বেছে প্রতিবাদ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আজকে এখানে অনেকে বলছেন, তারা সবসময় নারী নির্যাতন বন্ধে কাজ করেছেন, প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন। আমি বলবো, এটা সঠিক নয়। আপনারা সিলেক্টিভলি (বাছাই করে) কাজ করেছেন। বিএনপিতে ভোট দেওয়ায় নোয়াখালীতে এক নারীকে ধর্ষণ করা হয়েছিল, সবার মনে আছে নিশ্চয়ই। তখন তো অনেক নারী অধিকার সংগঠন প্রতিবাদটুকুও করেনি, সোচ্চারও হয়নি। এমন বহু ঘটনা আমি দেখাতে পারবো।

শনিবার (১৯ অক্টোবর) ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন