You have reached your daily news limit

Please log in to continue


প্রকৃত বন্ধু চিনবেন কীভাবে?

যাদের বন্ধু নেই, তারা আজই চাইলে নতুন কাউকে বন্ধু বানিয়ে নিন। আজ কিন্তু বন্ধুত্ব গড়ার দিন। অর্থাৎ নতুন বন্ধু দিবস। আবার আপনাদের যাদের এরই মধ্যে বন্ধু আছে, তারা পরখ করে দেখতে পারেন প্রকৃত বন্ধু আছে কি না আপনার। কারণ প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া দুষ্কর।

তাই প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন-

প্রয়োজন শেষে বন্ধু কি খোঁজ নেয়?
সবকিছুতেই বন্ধুটি আপনাকে প্রয়োজন মনে করছে কি-না তা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ শুধু বিপদে পড়লেই সে আপনার কাছে সাহায্য চাচ্ছে কি-না তা পরখ করুন। প্রকৃত বন্ধু আপনাকে শুধু প্রয়োজনে নয় সবসময় স্মরণ করবে। অন্যদিকে নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না।

গোপনীয়তা বজায় না রাখা
বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত সবচেয়ে বেশি। ধরুন, আপনি মনের কোনো কথা শেয়ার করলেও বন্ধুর সঙ্গে, কিন্তু সে ওই কথা শুনে অন্য বন্ধুকে বলে দিলো।

বন্ধুর সঙ্গে কি আপনার মতামত মেলে?
মিলিয়ে দেখুন বন্ধুর সঙ্গে আপনার মতামত মিলছে কি না। সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কি না তাও লক্ষ্য করুন। যদি দু’জনার মতামত একই হয় তাহলে ভালো লক্ষণ। প্রকৃত বন্ধুর সঙ্গে মতের মিল থাকলেও অন্যদের সঙ্গে থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন