![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-19%252Fhtug1paq%252FUntitled-1.png%3Frect%3D0%252C0%252C984%252C656%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
অস্ট্রেলিয়া সফরের প্রথম দিন বিশ্রামে থাকছেন ক্যানসার আক্রান্ত রাজা চার্লস
প্রথম আলো
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১৭:০১
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অস্ট্রেলিয়ায় তাঁর নির্ধারিত সফর শুরু করেছেন। তবে ক্যানসার আক্রান্ত ৭৫ বছর বয়সী এ রাজা সফরের প্রথম দিন আজ শনিবার বিশ্রামে থাকছেন। তাঁর স্বাস্থ্য অবস্থার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ম অনুসারে, অস্ট্রেলিয়াসহ সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজা হলেন চার্লস। অস্ট্রেলিয়া ও সামোয়ায় চার্লসের সফরের মেয়াদ ৯ দিন। গত বছরের মে মাসে রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরার পর এটি চার্লসের প্রথম কোনো গুরুত্বপূর্ণ বিদেশ সফর।
আট মাস আগে ক্যানসার শনাক্ত হয় চার্লসের। স্ত্রী ক্যামিলাকে নিয়ে গতকাল শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান তিনি। লন্ডন থেকে সিডনি পর্যন্ত এ যাত্রায় তাঁদের সময় লেগেছে ২০ ঘণ্টার বেশি।