১৪৭ বছরের টেস্টে নতুন ইতিহাস গড়লো ভারত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৫

বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালো ভারত। প্রথম ইনিংসে নিজেদের ঘরের মাঠে সর্বনিম্ন স্কোর ৪৬ রানে অলআউট হওয়ার পরেও দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি পেয়েছেন রানের দেখা। প্রথম ইনিংসে ডাকের পর সরফরাজ খান পেয়েছে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়লেও সেখান থেকে লিড পেয়েছে তারা। 


চলতি টেস্টে ভাগ্যটা এখনো দুলছে পেন্ডুলামের মতো করেই। তবে ভারতের পিচ বরাবরই স্পিনের জন্য আদর্শ। শেষদিনে চমক দেখিয়ে ভারত ম্যাচ জিতলেও খুব একটা অবাক হওয়া চলবে না। ম্যাচের ফলাফল যাইই হোক, এরইমাঝে বেঙ্গালুরুর এই টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্নরকমের এক নজির স্থাপন করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টেন ১০০ ছক্কা হাঁকিয়েছে রোহিত শর্মার দল। 


বাজবল তত্ত্ব ক্রিকেটে আসার পর থেকেই সাদা পোশাকে বেড়েছে আগ্রাসী ব্যাটিংয়ের রীতি। তবে এই রীতিটার সফল প্রয়োগ যেন দেখাল ভারতই। টেস্ট ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি বছরে টেস্ট ক্রিকেটে ভারতের ছক্কা ১০৮টি। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও