You have reached your daily news limit

Please log in to continue


নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সমর্থনপুষ্ট লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলের সমুদ্রতীরবর্তী শহর কেসেরিয়ায় ড্রোনটি বিস্ফোরিত হয়, জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল। কিন্তু নেতানিয়াহু ও তার স্ত্রী তখন ওই বাড়িতে ছিলেন না এবং এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।

এর আগে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবানন থেকে ছোড়া ওই ড্রোন ‘একটি ভবনে আঘাত হেনেছে’।

কেসেরিয়ায় উচ্চবিত্তদের একটি শহর। শহরটি বিলাসবহুল বাড়ি ও রোমান আমলের ধ্বংসাবশেষ ও অ্যাম্ফিথিয়েটারের জন্য ব্যাপক পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন