সব মানুষের চোখের মণি স্ক্যান করতে চান স্যাম অল্টম্যান, কেন

প্রথম আলো প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১৩:২৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির আলোচিত চ্যাটজিপিটি চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। ওপেনএআইয়ের পাশাপাশি ব্লক চেইননির্ভর ‘ওয়ার্ল্ড’ নামের প্রতিষ্ঠানেরও সহপ্রতিষ্ঠাতা তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের সব মানুষের চোখের মণি বা আইরিস স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরির পরিকল্পনা করেছেন স্যাম অল্টম্যান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ওয়ার্ল্ড আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা প্রকাশ করেন তিনি।


২০১৯ সালে ওয়ার্ল্ড (আগের নাম ওয়ার্ল্ডকয়েন) প্রতিষ্ঠা করেন স্যাম অল্টম্যান, ম্যাক্স নভেনস্টার্ন ও অ্যালক্সে ব্লানিয়া। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখের মণি বা আইরিস স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরি করা, যা ভবিষ্যতে ডিজিটাল পাসপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। ফলে ডিজিটাল দুনিয়াতেকে সত্যিকারের মানুষ আর কে অনলাইনে চ্যাটবট তা সহজেই জানা যাবে। গত বছর কার্যক্রম শুরুর পর এরই মধ্যে বিশ্বজুড়ে প্রায় ৬৯ লাখ নিবন্ধিত ব্যক্তির চোখের মণি স্ক্যান করেছে প্রতিষ্ঠানটি, যা নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও