You have reached your daily news limit

Please log in to continue


আজ নতুন বন্ধু পাতানোর দিন

বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। কত কত বন্ধু হারিয়ে যায়, তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন মুখ। তবে কেউ কেউ পুরোনো বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে পারেন। পাড়ার গলি, স্কুলের মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে হয়তো ছড়িয়ে–ছিটিয়ে যান দূরে কোথাও। নতুন নতুন বন্ধু হয়।

তাই বলে পুরোনো বন্ধুত্বে ভাটা পড়ে না কখনো। একটি ইংরেজি গান আছে, বাংলায় অর্থ দাঁড়ায়, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ সন্দেহ নেই, নতুন বন্ধুত্ব মানুষের জীবনের এক অনন্য প্রাপ্তি। প্রত্যেক নতুন বন্ধুই একেকটি নতুন পৃথিবীর মতো। বহমান জীবনে একজন নতুন বন্ধু যুক্ত হওয়া মানে আনন্দ-বেদনার একটি নবদিগন্ত খুলে যাওয়া। তবে ভয়ও আছে। ভুল বন্ধুত্ব কারও গোটা জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এ জন্য অনেকেই নতুন বন্ধু তৈরিতে স্বচ্ছন্দ নন। একসঙ্গে অনেক দিন হাঁটাচলা, বহুমুখী যাচাই–বাছাইয়ের পরই তাঁরা নতুন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন