
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের কর্মী ছাঁটাই করছে মেটা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১২:৩২
প্রযুক্তি খাতে আবার ছাঁটাই শুরু হয়েছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্মী ছাঁটাই শুরু করেছে। সরাসরি ফেসবুকের নয়, এবার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও রিয়্যালটি ল্যাবের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কাজ হারাচ্ছেন অনেক কর্মী। মোট কতজন কর্মচ্যুত হয়েছেন, তা এখনো জানা যায়নি। এর আগে চলতি বছর শতাধিক কর্মীকে বরখাস্ত করে গুগল।
বার্তা সংস্থা রয়টার্সকে মেটার মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানের বিভিন্ন দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। এটা তাঁদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ। মেটা জানিয়েছে, কিছু দলকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে কিছু কর্মীকে এবার অন্য ভূমিকায় দেখা যাবে। যখন একটা কাজ বা ইউনিটকেই বাদ দিতে হয়, তখন অন্যদের সুযোগ-সুবিধা দেওয়া কর্তব্য। সে জন্য মেটার কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর্মী ছাঁটাই
- হোয়াটসঅ্যাপ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে