চশমা নিয়ে ভুল ধারণা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১১:২০

শিশুদের চশমা দরকার হলে কখনোই অবহেলা করবেন না। একজন চক্ষুবিশেষজ্ঞের পরামর্শে শিশুর জন্য চশমা নিন।


শাকসবজি ও ছোট মাছ খেলে চশমার পাওয়ার কম বাড়ে বা বাড়ে না, এটি ভুল ধারণা। চশমার পাওয়ার যা বাড়ার তা বাড়বেই। তবে শিশুর সামগ্রিক বিকাশ ও পুষ্টির জন্য শাকসবজি ও ছোট মাছের বিকল্প নেই। 


চশমা পরার সঙ্গে চশমার পাওয়ার বাড়া বা কমার কোনো সম্পর্ক নেই। তবে চিকিৎসক চশমা পরার পরামর্শ দিলে তা নিয়মিত পরাটাই জরুরি। 


একবার চশমা নিলে পাওয়ার বাড়তেই থাকে, এটিও ভুল ধারণা। চশমা নিন আর না-ই নিন, চোখের পাওয়ার যেটুকু বাড়ার তা বাড়বেই। 


ভুল চশমা পরলে চোখ ও মাথাব্যথার সঙ্গে চোখ থেকে পানিও পড়তে পারে। 
চশমা পরা বা না পরা নির্ভর করে নিজের ওপর। চশমা দিয়ে যদি দৃষ্টি ভালো হয়, তাহলে চশমা পরলে ভালো দেখবেন আর


না পরলে দেখবেন না। পরুন আর না-ই পরুন, তাতে চোখ ‘খারাপ’ হয় না। তবে দৃষ্টিশক্তির পাশাপাশি আনুষঙ্গিক কিছু সমস্যা বেড়ে যেতে পারে। 


চশমার পাওয়ার বাড়লে মন খারাপ করার কিছু নেই, এটা জুতার মাপ বা সাইজ বাড়ার মতো বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও